চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত শতাধিক জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (০৪ জুন) রাত ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।
তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে যায়। অনেক আহত হয়েছেন।
০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, দগ্ধ শতাধিক
- Reporter Name
- Update Time : ১২:৪৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- 54
Tag :
জনপ্রিয় সংবাদ