০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • 39

সিরাজগঞ্জের বেলকুচিতে বসত ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মবুপুর নতুন পাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশনারা (৪০) তার মেজ ছেলে জিহাদ (১০) ও ছোট ছেলে মাহিন (৩)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেল হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা কাণ্ড। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিরাজগঞ্জে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

Update Time : ০৯:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে বসত ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মবুপুর নতুন পাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশনারা (৪০) তার মেজ ছেলে জিহাদ (১০) ও ছোট ছেলে মাহিন (৩)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেল হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা কাণ্ড। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।