সারিয়াকান্দিতে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ সহযোগিতায় সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী) সার্কেল সাবিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, পুজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কুমার চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি পাভেল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ, এস আই বাবর আলী সুলতান আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এস আই সুফিয়া।
এসময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুকসহ বিভিন্ন অপরাধ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।