সন্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বড়বোন।
মির্জা আলমগীর জানান, আমার বড় বোন ও দুলাভাই (মাহবুবুর রহমান) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীসহ নেতাকর্মীদের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বিএনপির শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Leave a Reply