শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা (স্যাংশন) দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী, শ্রমিক নেতা ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদি স্যাংশন আসে তা রাজনৈতিক কারণে আসবে। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকদের কিছু করার নেই। তাই এই স্যাংশন সরকারকে কূটনৈতিকভাবে ঠেকাতে হবে।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত শ্রম অধিকার ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে রাজনৈতিক কারণে আসবে। শ্রম অধিকার বিষয়ে তাদের স্যাংশন দেওয়ার কোনো সুযোগ নেই। যদিও এ ধরনের স্যাংশন আসে মালিক শ্রমিক ও সরকার সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই এই স্যাংশন সরকারকে কূটনৈতিকভাবে ঠেকাতে হবে।
এই নেতা আরও বলেন, আমেরিকা কী সমস্যা করবে? দেশে এর চেয়ে বড় সমস্যা মোকাবিলা করছি। বিশেষ করে ব্যাংকের সমস্যায় পড়ছি, কাস্টমসের নানা সমস্যা, বিদ্যুৎ নাই, চরম গ্যাস সংকট—এত সংকটের মধ্যে আমেরিকার স্যাংশন নিয়ে চিন্তা করার সময় নেই।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও বাণিজ্য বিশেষজ্ঞ ড. মোস্তফা আবিদ খান বলেন, বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ট্রেড প্যানাল্টি বা জরিমানা। এ ক্ষেত্রে ১০ শতাংশের মতো রপ্তানিতে ট্যারিফ দিতে পারে। স্যাংশন এখনই হবে না, এটা আস্তে আস্তে একটা পর্যায় গিয়ে আসবে। তবে আমেরিকা কীভাবে কী করবে, এখনও বিষয়টি পরিষ্কার নয়।
শ্রমিক নেতা তৌহিদুর রহমান বলেন, আমেরিকার শ্রম নীতিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। ব্যবসা ধরে রাখতে হলে আমাদের তাদের ম্যামোরেন্ডাম বিবেচনা করতে হবে। এখন যেহেতু শ্রম আইন পাস হয়নি তাই এখানে কিছু সংশোধনের বিষয় আছে। শ্রম আইনের বেশ কিছু বিষয় শ্রমিক মালিক একমত হয়েছে কিন্তু আইনে আনা হয়নি, এগুলো যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে শ্রমিক নেতারা জানান, বর্তমানে যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন আছে তার মধ্যে ৫০ শতাংশ ইউনিয়ন সচল বা একটিভ আছে, বাকি ৫০ শতাংশ সচল নেই। এটা মালিকদের যথাযথ সহযোগিতা না পাওয়ার কারণে হচ্ছে। তবে মালিক পক্ষ বলেছেন ট্রেড ইউনিয়নে তাদের কোনো আপত্তি নেই, যদি সেটা কারখানা ও শ্রমিকদের উন্নয়নের জন্য হয়।
বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রম বিষয়ে বর্তমানে আমরা অনেক দেশ থেকে ভালো অবস্থানে আছি। আন্তর্জাতিক মানের দিক থেকেও ভালো আছি। তাই এখন যদি কোনো স্যাংশন হয় তাহলে রাজনৈতিক পরিস্থিতির কারণে হবে। এ সমস্যা সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও বাণিজ্য বিশেষজ্ঞ ড. মোস্তফা আবিদ খান। বিশেষ বক্তা ছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং সহসভাপতি ফজলে শামীম এহসান, আইএলওসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি আ ন ম সাইফুদ্দিন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন ও শ্রমিক নেতা তৌহিদুর রহমান।