লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কমলনগর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরিফ হোসেন, জাকির হোসেন ও স্বানা আক্তার। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে করইতোলা বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে যাচ্ছিলেন তারা। কমলনগর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুই নিহত হয়। এ সময় অপর যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত স্বনা আক্তারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার সময় মিয়ারবেড়ী এলাকা থেকে আটক করা হয়েছে।