1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
রাজশাহীতে নিখোঁজ হওয়া ৪ কিশোরী উদ্ধার, গ্রেফতার ১ | JoyBD24
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন

রাজশাহীতে নিখোঁজ হওয়া ৪ কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান কলোনি এলাকা থেকে ৩ দিনের আগে হারিয়ে যাওয়া ৪ কিশোরী স্কুল শিক্ষার্থী)-কে উদ্ধার করেছে আরএমপি রাজপাড়া থানা পুলিশের একটি টিম।

এসময় ফুসলিয়ে পাচার ও যৌন কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া এক নারী পাচারকারীকে ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাচারকারী হলো  মোসা: চাঁদনী (৩০)। সে নগরীর রাজপাড়া থানাধীন কোর্ট বুলনপুরের মো: সুরুজ আলীর স্ত্রী এবং  মহিষবাথান এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৬ জুলাই মঙ্গলবার সকাল বেলা  ৪ কিশোরী (স্কুল শিক্ষার্থী) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়। কিন্তু বিকেল গড়িয়ে গেলে তারা বাড়ী ফিরে না আসায় তাদের অভিভাবকরা খোঁজ খুঁজি শুরু করে। খোঁজ-খবরের একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের জানায়, চাঁদনী নামের এক নারী-সহ ঐ চার কিশোরীকে নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বে গেট দিয়ে যেতে দেখেছে।

পরবর্তীতে চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে চাঁদনী কাউকে না জানিয়ে প্রায় সময় ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর আবার ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিশোরীদের অভিভাবকদের ধারণা আসামি চাঁদনী-সহ তার সহযোগিরা তাদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজুর পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মো: সজীবুল ইসলাম ও তার টিম আসামিদের অবস্থান সনাক্ত করে গ্রেফতার ও পাচার হওয়া কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে রাজপাড়া থানা পুলিশের ঐ টিম আজ ২৯ জুলাই ( ২৮ জুলাই দিবা গত ) রাত সোয়া ১ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় আসামি চাঁদনীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৪ কিশোরী (স্কুল শিক্ষার্থী)-কে উদ্ধার করে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি যৌন কার্যকলাপের জন্য কিশোরী (স্কুল শিক্ষার্থী)-কে পাচারের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24