জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য দরকার রাজপথের কঠিন আন্দোলন। আর সেই আন্দোলনে যুবদলকেই নেতৃত্ব দিতে হবে। এজন্য যুবদলের প্রত্যেকটি স্তরে ত্যাগী ও যোগ্যদের সমন্বয় ঘটাতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আজ মঙ্গলবার (১৪ জুন) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে মতিঝিল থানা যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী, মন্ত্রী-এমপিরা দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের সাথে যুক্ত। গত এক দশকে তারা দেশ থেকে ১১ লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে। শুধু টাকা পাচার করা হয়নি- দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মানুষের বেঁচে থাকার অধিকারকেও নির্বাসনে পাঠানো হয়েছে। রাজনীতিকে কলুষিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মুন্না বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এখন তিনি গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। কিন্তু এই অনির্বাচিত সরকার সেই পথকেও রুদ্ধ করে রেখেছে। এই পথকে মুক্ত করতে দরকার রাজপথের আন্দোলন।
ঢাকা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মহানগর যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু প্রমুখ।