1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
মোবাইল আর্থিক সেবা নগদ’র বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : জব্বার | JoyBD24
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

মোবাইল আর্থিক সেবা নগদ’র বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না : জব্বার

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কিত বিষয়ে যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ রোববার এক প্রতিক্রিয়ায় এ আহবান জানান।
প্রতিক্রিয়ায় বলা হয় ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতার বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার’র দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘২৬ শে মার্চ-২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ’র সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদ’র কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।’
মন্ত্রী বলেন, যেখানে নগদ’র কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক- বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সকল সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি এবং শতভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো ? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ’র জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। তাই.অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।’
মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ’র প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোন অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। তিনি বলেন, নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা। দেশের মানুষের জন্য নগদ’র সাথেই থাকুন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24