1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
কনটেইনার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া। | JoyBD24
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০০ অপরাহ্ন

কনটেইনার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

মালয়েশিয়ার বন্দরে কনটেইনার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই জাহাজে ফেরত পাঠাবে মালয়েশিয়া।
আজ (শুক্রবার) মালয়েশিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের দক্ষিণ কেলাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার চা হুং ফং শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন,

উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরকে একই কার্গো জাহাজে ফেরত পাঠানোর লক্ষ্যে নথিপত্র মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছে দিয়েছি।
এ ঘটনায় ওই কিশোরের কোনো অপরাধ খুঁজে পাইনি।
সে (কিশোর) জানিয়েছে, বাংলাদেশে তার বন্ধুদের সঙ্গে খেলার সময় কনটেইনারে গিয়ে তালাবদ্ধ হয়ে পড়েছিল।

উল্লে­খ্য, চট্টগ্রাম বন্দর থেকে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ এমভি ইন্টেগ্রা গত ১২ই জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেয়।

জাহাজটি ১৬ই জানুয়ারি কেলাং বন্দরে পৌঁছে।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যে জাহাজের কনটেইনারে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে সেটি হলো হংকংভিত্তিক ‘এমভি ইন্টেগ্রা’।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি চট্টগ্রামের কন্টিনেন্টাল ট্রেডার্স বিডি লিমিটেড।
প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সল জানান, ‘জাহাজের নাবিকরা মঙ্গলবার রাতে বিষয়টি আমাদের অবহিত করে।
উদ্ধারকৃত কিশোরের বয়স ১২-১৫ বছর হতে পারে বলে জানানো হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

স্থানীয় শিপিং এজেন্ট জানায়, ১৬ই জানুয়ারি জাহাজটি কেলাং বন্দরের বহির্নোঙরে পৌঁছালে নাবিকেরা খালি কনটেইনারের সারির মধ্যে শব্দ শুনতে পান।
তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি পোর্ট কেলাং বন্দর কর্তৃপক্ষকে জানান।
বন্দর কর্তৃপক্ষ পরদিন অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটি জেটিতে ভেড়ানোর অনুমতি দেয়।
এরপর সন্দেহজনক কনটেইনার নামিয়ে ওই কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24