০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মাঝ আকাশে তরুণীর কীর্তি!

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 38

সম্প্রতি এক তরুণী চলন্ত বিমানের মধ্যে এমন কাজ করেছেন, যা বেশ নিন্দাজনক। বিমানে সবার সামনে যে এমন কাজ কেউ করতে পারে, তা কেউই কল্পনাও করতে পারে না। কিন্তু ওই তরুণী বিমানের মধ্যে অন্যান্য যাত্রীদের সামনেই সেই লজ্জাজনক কাজটি করেছেন।

বর্তমানে তরূণীর এহেন কীর্তিতে সোশ্যাল মিডিয়া উত্তাল। নেটিজেনদের চোখ কপালে উঠেছে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে। মাত্র ১৯ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিও @ওহথলবফর নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। বিমানের মধ্যেই অপর একজন যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।
সেই ভিডিওতে তরুণীর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু তিনি মাঝ আকাশে বিমানের মধ্যে যে নিন্দাজনক কাজ করেছেন, তার পুরোটাই ধরা পড়েছে ক্যামেরায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার ভিডিও। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

নেটিজেনরা ওই তরুণীর কাণ্ড দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কারন সেই বিমানে বয়স্ক থেকে শুরু করে শিশু প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এর ফলে এমন একটি কাজ করার আগে ওই তরুণীর সবকিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই তরুণী লাফ দিয়ে বিমানের সিটে বসা একজনের উপরে উঠে যান। ওই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই তিনি তার কোলে দাঁড়িয়ে পড়েন। এরপর ঘটে আরও চমকে দেওয়া ঘটনা।
তরুণী বিমানের একের পর এক সিট টপকাতে থাকেন। প্রথম টপকানো ব্যক্তির পাশে বসেছিল এক শিশু। তরুণী সেভাবেই তাকে টপকে যান। সিটে বসে থাকা সবার কোলে পা দিয়ে তরুণী বিমানের জানালার পাশের সিটে গিয়ে বসেন। এভাবেই তিনি পুরো ফ্লাইটে যাতায়াত করেছেন। সূত্র : ডেইলি এক্সপ্রেস ইউকে, মেট্র্ োইউকে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩শ’ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি করে মার্কিন নারীর সঙ্গে প্রতারণা।

মাঝ আকাশে তরুণীর কীর্তি!

Update Time : ০৩:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

সম্প্রতি এক তরুণী চলন্ত বিমানের মধ্যে এমন কাজ করেছেন, যা বেশ নিন্দাজনক। বিমানে সবার সামনে যে এমন কাজ কেউ করতে পারে, তা কেউই কল্পনাও করতে পারে না। কিন্তু ওই তরুণী বিমানের মধ্যে অন্যান্য যাত্রীদের সামনেই সেই লজ্জাজনক কাজটি করেছেন।

বর্তমানে তরূণীর এহেন কীর্তিতে সোশ্যাল মিডিয়া উত্তাল। নেটিজেনদের চোখ কপালে উঠেছে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে। মাত্র ১৯ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিও @ওহথলবফর নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। বিমানের মধ্যেই অপর একজন যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন।
সেই ভিডিওতে তরুণীর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু তিনি মাঝ আকাশে বিমানের মধ্যে যে নিন্দাজনক কাজ করেছেন, তার পুরোটাই ধরা পড়েছে ক্যামেরায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার ভিডিও। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

নেটিজেনরা ওই তরুণীর কাণ্ড দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কারন সেই বিমানে বয়স্ক থেকে শুরু করে শিশু প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এর ফলে এমন একটি কাজ করার আগে ওই তরুণীর সবকিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই তরুণী লাফ দিয়ে বিমানের সিটে বসা একজনের উপরে উঠে যান। ওই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই তিনি তার কোলে দাঁড়িয়ে পড়েন। এরপর ঘটে আরও চমকে দেওয়া ঘটনা।
তরুণী বিমানের একের পর এক সিট টপকাতে থাকেন। প্রথম টপকানো ব্যক্তির পাশে বসেছিল এক শিশু। তরুণী সেভাবেই তাকে টপকে যান। সিটে বসে থাকা সবার কোলে পা দিয়ে তরুণী বিমানের জানালার পাশের সিটে গিয়ে বসেন। এভাবেই তিনি পুরো ফ্লাইটে যাতায়াত করেছেন। সূত্র : ডেইলি এক্সপ্রেস ইউকে, মেট্র্ োইউকে।