1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
ম‌হিলা কাউ‌ন্সিল‌র হু‌রে আরা বেগম বিউ‌টির অ‌ফি‌সে দুদ‌কের অ‌ভিযান, কাউ‌ন্সিলর‌কে সতর্ক কর‌লো দুদক। - JoyBD24
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

ম‌হিলা কাউ‌ন্সিল‌র হু‌রে আরা বেগম বিউ‌টির অ‌ফি‌সে দুদ‌কের অ‌ভিযান, কাউ‌ন্সিলর‌কে সতর্ক কর‌লো দুদক।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১, ২৫ ও ২৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। ওয়ারিশান সনদ দেওয়ার বিপরীতে ‍ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা। দুর্নীতির অভিযোগের বিষয়ে কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কাছে জানতে চান দুদক কর্মকর্তারা।

মো. এনামুল হক জানান, অভিযানকালে সনদ দেওয়ার সময় বকশিস নেন মর্মে উক্ত অফিসের সহায়ক শাহেদ ও জসিম স্বীকার করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি জানান যে, তার অফিসের সহায়ক জসিম ও শাহেদ সনদের বিপরীতে টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে কাউন্সিলরকে সতর্ক করা হয়। তিনি জোড়ালোভাবে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24