ভোলার চরফ্যাশন উপজেলায় তিনবন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ লেগে মো. রাশেদ (১৪) ও মো. ইসমাইল (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। অপর আরোহী মো. আরমান (১৪) আহত হয়েছে।
গতকাল শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তাদের বাড়ির সামনে চরফ্যাশন-দুলারহাট সড়কের বসরত উল্লাহ চৌমুহনী এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বসরত উল্লাহ চৌমুহনী সংলগ্ন ঢ়াড়ীর মো. নসু ঢ়াড়ীর ছেলে ও ইসমাইল একই এলাকার বেল্লালের ছেলে। তারা দুই বন্ধু স্থানীয় কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিলেন। আহত আরমান একই এলাকার লোকমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, সন্ধ্যার দিকে রাশেদ তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধু ইসমাইল ও আরমানসহ ঘুরতে বের হয়। পরে তাদের বাড়ির সামনে সড়কে দ্রুত চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে চরফ্যাশন-দুলারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনবন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। আরমান ও ইসমাইলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রবিবার (১৬ অক্টোবর) সকালে ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।