০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

  • Reporter Name
  • Update Time : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • 56

ভোলার চরফ্যাশনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। 

রোববার ভোরে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে এই ঘটনা ঘটে। নিহ‌তরা জলদস্যু বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভো‌রে জা‌লিয়া খা‌লের পা‌শে অভিযানে যান র‍্যাব সদস্যরা। এ সময় তাদেরকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও গু‌লি ছো‌ড়ে। এ‌তে দুই জলদস্যু নিহত হন। তাদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩শ’ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি করে মার্কিন নারীর সঙ্গে প্রতারণা।

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

Update Time : ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

ভোলার চরফ্যাশনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। 

রোববার ভোরে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে এই ঘটনা ঘটে। নিহ‌তরা জলদস্যু বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভো‌রে জা‌লিয়া খা‌লের পা‌শে অভিযানে যান র‍্যাব সদস্যরা। এ সময় তাদেরকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও গু‌লি ছো‌ড়ে। এ‌তে দুই জলদস্যু নিহত হন। তাদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।