৭ই জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।
আজ মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর) সকালে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় সর্বাত্মক প্রতিরোধে সরকারের পতন নিশ্চিতের আহ্বান জানান তিনি। একইস্থানে গণসংযোগ করেছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা। শাপলা চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ বাঁধা দেয়। প্রতিবাদে নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোও প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় মিছিল করেছে।