০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • 35

কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাঙ্গলকোট উপজেলার মোকারা ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।

লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ক্যাজুয়াল বিভাগের চিকিৎসক ডা. মো. আসিফ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

Update Time : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাঙ্গলকোট উপজেলার মোকারা ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।

লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ক্যাজুয়াল বিভাগের চিকিৎসক ডা. মো. আসিফ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।