০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত :আরব টাইমস

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • 26

বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত :আরব টাইমস

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত।গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠাবে দেশটি।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।দেশটির আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়ে কুয়েত কর্তৃপক্ষ।এদিকে কুয়েতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতার প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ওই প্রবাসীরা যাতে আর কখনও কুয়েতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও করা হবে।

অন্যদিকে, এ ঘটনায় বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু মুসলমানের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।সংবাদে বলা হয়, উত্তরপ্রদেশের ওই বাসিন্দাদের আগেই বাড়ি খালি করতে বলা হয়েছিল। ক্ষমতাসীন বিজেপির দুই নেতার ইসলামবিরোধী মন্তব্যের পর দেশটিতে বিক্ষোভ শুরু মুসলিম নাগরিকরা।ওই ঘটনার পর ভারতে, এখন পর্যন্ত ৩শ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র জানান, গত সপ্তাহে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে যে কোনও অবৈধ স্থাপনা ও বাড়িঘর ভেঙে ফেলার নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে, ভারতের ৭০টি সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।
সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতা অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ–বিক্ষোভ হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত :আরব টাইমস

Update Time : ১২:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত।গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠাবে দেশটি।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।দেশটির আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়ে কুয়েত কর্তৃপক্ষ।এদিকে কুয়েতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতার প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ওই প্রবাসীরা যাতে আর কখনও কুয়েতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও করা হবে।

অন্যদিকে, এ ঘটনায় বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু মুসলমানের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।সংবাদে বলা হয়, উত্তরপ্রদেশের ওই বাসিন্দাদের আগেই বাড়ি খালি করতে বলা হয়েছিল। ক্ষমতাসীন বিজেপির দুই নেতার ইসলামবিরোধী মন্তব্যের পর দেশটিতে বিক্ষোভ শুরু মুসলিম নাগরিকরা।ওই ঘটনার পর ভারতে, এখন পর্যন্ত ৩শ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র জানান, গত সপ্তাহে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে যে কোনও অবৈধ স্থাপনা ও বাড়িঘর ভেঙে ফেলার নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে, ভারতের ৭০টি সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।
সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতা অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ–বিক্ষোভ হচ্ছে।