০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পক্ষে রায়ের বিরুদ্ধে রিজাল ব্যাংকের আপিল

  • অনলান ডেস্ক
  • Update Time : ০৬:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 23

রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং কর্পোরেশন- আরসিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ ব্যাংকের অভিযোগ ২০১৬ সালের ফেব্র“য়ারিতে হ্যাকাররা বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা সুইফটে ভুয়া অর্থ স্থানান্তরের আদেশ দিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। পরবর্তীতে বাংলাদেশের করা নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের মামলাটি বাতিল করে দিতে দুটি আবেদন জানায় আরসিবিসি। যে আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে কোর্ট।

রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদন অনুয়ায়ী, টাকা হাতিয়ে নিতে হ্যাকাররা ৩৫টি ভুয়া বার্তা পাঠায়। যার ফলে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বেহাত হয়। এর মধ্যে ছয় কোটি দশ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলে যায়, যা এখনো ফেরত পায়নি বাংলাদেশ। মাত্র দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা সম্ভব হয়।

ওই অর্থ উদ্ধারে ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ম্যানিলাভিত্তিক রিজাল ব্যাংক শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সে বছরের ৬ মার্চ ফিলিপাইনের সিভিল কোর্টে পাল্টা মানহানির মামলা করে আরসিবিসি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের করা মামলা বাতিলের আবেদর করে অভিযুক্তরা।

তাদের ওই আবেদনের ওপর একাধিক দফায় শুনানির পর চলতি বছরের ১৩ জানুয়ারি বাংলাদেশের পক্ষে রায় আসে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও আরসিবিসিকে মধ্যস্থতা করতেও নির্দেশ দেন আদালত। এ রায়ের জবাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংক ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের পক্ষে রায়ের বিরুদ্ধে রিজাল ব্যাংকের আপিল

Update Time : ০৬:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং কর্পোরেশন- আরসিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ ব্যাংকের অভিযোগ ২০১৬ সালের ফেব্র“য়ারিতে হ্যাকাররা বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা সুইফটে ভুয়া অর্থ স্থানান্তরের আদেশ দিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। পরবর্তীতে বাংলাদেশের করা নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের মামলাটি বাতিল করে দিতে দুটি আবেদন জানায় আরসিবিসি। যে আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে কোর্ট।

রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদন অনুয়ায়ী, টাকা হাতিয়ে নিতে হ্যাকাররা ৩৫টি ভুয়া বার্তা পাঠায়। যার ফলে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বেহাত হয়। এর মধ্যে ছয় কোটি দশ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলে যায়, যা এখনো ফেরত পায়নি বাংলাদেশ। মাত্র দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা সম্ভব হয়।

ওই অর্থ উদ্ধারে ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ম্যানিলাভিত্তিক রিজাল ব্যাংক শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সে বছরের ৬ মার্চ ফিলিপাইনের সিভিল কোর্টে পাল্টা মানহানির মামলা করে আরসিবিসি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের করা মামলা বাতিলের আবেদর করে অভিযুক্তরা।

তাদের ওই আবেদনের ওপর একাধিক দফায় শুনানির পর চলতি বছরের ১৩ জানুয়ারি বাংলাদেশের পক্ষে রায় আসে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও আরসিবিসিকে মধ্যস্থতা করতেও নির্দেশ দেন আদালত। এ রায়ের জবাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংক ।