1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার: পরিকল্পনা প্রতিমন্ত্রী | JoyBD24
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

রপ্তানি ও রেমিটেন্স বাড়ায় স্থিতিশীল হচ্ছে রিজার্ভের পরিমান। দুপুরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সভায় মোট এগারোটি প্রকল্প অনুমোদন পায়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী প্রকল্পের ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন। তবে পুরোপুরি বন্ধ করা যাবে না। এদিকে, আলোচনা থাকলেও একনেকে ওঠেনি ইভিএম প্রকল্প।

এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে একনেক সভা। এতে ১০ হাজার ৬৮৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন পায়। এরমধ্যে ৬টি নতুন বাকিগুলো সংশোধিত। পরে সভার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের খরচ কমাতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে উন্নয়ন প্রকল্প বন্ধ রাখা যাবে না।

প্রতিমন্ত্রী শামসুল আলম জানান,দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার। রপ্তানি ও রেমিটেন্স বাড়তে থাকায় সার্বিক অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতির কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারের প্রভাব এবং ভর্তুকি সমন্বয়ের জন্য এটা হচ্ছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার প্রকল্পটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও একনেকে স্থান পায়নি এটি। পরিকল্পনা মন্ত্রী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু জানতে চাননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24