০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু হয়েছে।

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • 17

আজ শনিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই ঘুরতে শুরু করে বাসের চাকা। অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই সচল হয় বিএনপির সমাবেশের পর।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা গণমাধ্যমকে বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট। ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যপী ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপি নেতারা শুরু থেকেই অভিযোগ করেন, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু হয়েছে।

Update Time : ০৩:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

আজ শনিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই ঘুরতে শুরু করে বাসের চাকা। অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই সচল হয় বিএনপির সমাবেশের পর।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা গণমাধ্যমকে বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট। ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যপী ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপি নেতারা শুরু থেকেই অভিযোগ করেন, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।