পাকিস্তান-ইরান চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলী জাওয়ানফার।
বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সাথে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন ওই কর্নেল।
আইআরজিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন।
এদিকে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছিল। গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে।
গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়।