পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বেলুচিস্তানে বোমা হামলায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে বার্তামাধ্যম আল-জাজিরা।
আজ (শুক্রবার) ওই অঞ্চলের জেলা প্রশাসক আগা সামিউল্লাহ বলেন, ‘জাফর এক্সপ্রেস নামের ওই পাকিস্তানি ট্রেনটি বোলান জেলার পেশি এলাকায় বোমা হামলার শিকার হয়েছে। এ সময় আটজন আহত হয়েছে এবং লোকোমোটিভসহ (ট্রেনের ইঞ্জিন) আটটি বগি লাইনচ্যুত হয়েছে।’
তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের যেস্থানে এ বোমা হামলা হয়েছে তা পাহাড়ি এলাকা। এ কারণে উদ্ধারকারী দল সেখানে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে।
দেশটির রেলওয়ের একজন মুখপাত্রের বরাতে জানা যায় ট্রেনটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দিকে যাচ্ছিল।
Leave a Reply