পদ্মা সেতু উদ্বোধন উৎসবের সাথে সিলেটের বন্যার সম্পর্ক কি?
কেন সিলেটের বন্যা মোকাবেলার জন্য পদ্মা সেতুর উদ্বোধন উৎসব বন্ধ রাখতে হবে?
যারা পদ্মা সেতুর উদ্বোধন উৎসব বন্ধ রেখে সিলেটের বন্যা নিয়ে জ্ঞান দিচ্ছে তারা কারা?
মনে রাখতে হবে বর্তমান সরকার কোভিডের মত বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত সারাদেশে শ্রেনী মোতাবেক নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের পাশেই বট বৃক্ষের মত দাঁড়িয়েছিলো, সারাদেশে ঘড়ে ঘড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র সরবরাহের পাশাপাশি নগদ অর্থ সাহায্য দিয়েছিলো, উচ্চবিত্তরা যেন দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য আর্থিক প্রনোদনা দিয়ে তাদের টিকিয়ে রেখেছিলো। সেই সরকার এখনো ক্ষমতায়।
একটা সময় ছিলো বাংলাদেশ ছিলো বিশ্বের প্রাকৃতিক বিপর্যয়ের আতুড়ঘর, সারাবছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকতো, ঐ সময় গুলোতেও এমন হয়নি যে, কুড়িগ্রামে বন্যায় খোলা আকাশের নিচে থাকা মানুষের দুর্দশায় ঢাকা চট্টগ্রাম সিলেটে কারো বিয়ে জন্মদিন নতুনঘর নির্মান বন্ধ ছিলো। একদিকে কুড়িগ্রামের বানভাসী মানুষের সাহায্যও চলেছে, আরেকদিকে ঢাকা চট্টগ্রাম সিলেটে বিয়ে জন্মদিন নতুনঘর নির্মান ও উদ্বোধন হয়েছে।
এখন ২০২২ সাল। সিলেটের বন্যা প্রাকৃতিক বিপর্যয়, সমাধান আছে, পানি নেমে যাবে, সরকারী ত্রান, সাহায্য ও উদ্ধার অভিযান চলছে, কোন কিছুর কমতি নাই৷ এমন অবস্থায় কেন পদ্মা সেতুর উদ্বোধন বন্ধ রেখে সিলেটে গিয়ে বসে থাকতে হবে? সিলেটের কাজ সিলেটে হবে, পদ্মা পাড়ের কাজ পদ্মা পাড়ে হবে। যারা এটা নিয়ে বেশি বুঝছে বা ব্যাংগের মত লাফাচ্ছে আর বলছে নানান কথা, বলতে চাই ওরা সব রাজাকারের বাচ্চা। আর কোন রাজাকারের বাচ্চার মতামতে দেশের গুরত্ত্বপুর্ন সিদ্ধান্তের এদিক সেদিক সম্ভব নয়। যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে, সম্পুর্ন স্বাধীনতা আছে, যেমন আছে জ্ঞান দেওয়ার স্বাধীনতা।
Leave a Reply