সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটে বন্যায় ভয়ানক অবস্থা বিরাজ করছে। সিলেট নগরীসহ সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলা পানির নিচে। এই অবস্থায মানুষ নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য হাহাকার করছে। প্রায় ৫০টির মত আশ্রয কেন্দ্র রয়েছে সিলেট নগরীতে। এগুলোতে সরকারি কোনো সাহায্য, সহযোগিতা পৌঁছে নি। এই অবস্থায় সেনাবাহিনীর তৎপরতা ছাড়া আর কোনো কিছু দেখতে পাইনি। একদিকে আমরা সিলেটের লাখ লাখ লাখ মানুষ মানুষ পানি বন্দি অন্যদিকে সরকার কোটি কোটি টাকা ব্যায়ে ভারত থেকে শিল্পী এনে উৎসব পালন করছে। এসব আমাদের সিলেটের বন্যাদূর্গত মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল পযার্য়ের নেতাকর্মীরা ইতিমধ্যেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের বিএনপির পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাব। তিনি রবিবার বিকাল ৫টার সময় শেখঘাটে খাদ্য সামগ্রী বিতরণকালে এই কথাগুলো বলেন।
এ সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সেচ্ছাসেবী সংগঠন “মানব সেবা” এর পক্ষ থেকে বন্যাদূর্গত মানুষের সহযোগিতার জন্য একটি নৌকা সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও নগরীতে ট্রাকভর্তি শুকনো খাবার দিয়েও তাঁরা সহযোগিতা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাব্বির আহমদ বাচ্চু,শফিকুর রহমান টুটুল,খালেদ আকবর চৌধুরী, সোহেল আহমদ,মারুফ আহমদ টিপু,ওমর ফারুক,বাবর আহমদ,সেলিম মিয়া, কাওসার হোসেন রকি, সাহিদুর রহমান বিপ্লব, সোহেল আহমদ,আকিকুল ইসলাম চৌধুরী জিসান,সানোয়ার হোসেন সজীব,নোবেল হোসেন সায়েম, জিসান প্রমুখ। এ সময় “মানব সেবা” স্বেচ্ছাসেবী সংগঠনের টিপু আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রায় ১৫ জনের একটি টিম উপস্থিত ছিল।
Leave a Reply