শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত৷
আজ বুধবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বেগম ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এদিন রিমান্ড শেষে আসামি মকবুলকে আদালতে হাজির করা হয়। নিউমার্কেট থানার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।
অন্যদিকে আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত এ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় আসামি মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Leave a Reply