নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তরকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বুধবার (২৬ মে) সংগঠনের কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গঠণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪-এর গ উপধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে আজ ২৬-০৫-২০২১ ইং তারিখ হতে নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিস্কার করা হলো।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম কেন্দ্রীয় কমিটির প্রেরিত বিজ্ঞপ্তি প্রপ্তির বিষয়টি নিশ্চিত করেন।