০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশ বাঁচাতে সরকারকে টেনে নামাতে হবে শাহজাহান চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • 36

জ্বালানি তৈল ও পরিবহনভাড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যবৃদ্ধি ও ভোলা পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোয়াইক্যং স্টেশনে বিকাল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ সাংসদ শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশ বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকার কে টেনে নামাতে হবে। এই সরকার যত তাড়াতাড়ি যাবে, ততই দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। তাই সকলে ঐক্যবদ্ধ দেশ বাঁচাতে সরকারকে টেনে নামাতে হবে।
সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ইয়াবা বদি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, টেকনাফে ওসি প্রদীপ ১০০-২০০ মানুষকে ক্রসফায়ার দিয়েছিলেন। বদি কোনো দিন জিজ্ঞেস করেননি। সে নিজেই ওসি প্রদীপেন সঙ্গে একাকার ছিলেন। সে শুধু পয়সা কামাতে ব্যস্ত, জনগণের উপকার করতে জানে না। আমি চার চার বার এমপি ছিলাম, মানুষের পক্ষেই কাজ করেছিলাম। ইয়াবার বদনামের কারণে আমরা ঢাকা- চট্টগ্রাম যেতে পারিনা। যে সাংসদ বদি জেলেদের জন্য কোনো কাজ করেনি। আজ চার পাঁচ বছর ধরে টেকনাফের জেলেরা নাফনদীতে মাছ ধরতে পারছে না। সে এমপি হয়ে কোনদিন প্রশাসনের সাথে বসে জেলেদের বিষয়ে সমাধানের জন্য কথা বলেনি।
বিক্ষোভ সমাবেশে কক্সবাজার জেলা – উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩শ’ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি করে মার্কিন নারীর সঙ্গে প্রতারণা।

দেশ বাঁচাতে সরকারকে টেনে নামাতে হবে শাহজাহান চৌধুরী

Update Time : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

জ্বালানি তৈল ও পরিবহনভাড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যবৃদ্ধি ও ভোলা পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোয়াইক্যং স্টেশনে বিকাল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ সাংসদ শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশ বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সরকার কে টেনে নামাতে হবে। এই সরকার যত তাড়াতাড়ি যাবে, ততই দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। তাই সকলে ঐক্যবদ্ধ দেশ বাঁচাতে সরকারকে টেনে নামাতে হবে।
সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ইয়াবা বদি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, টেকনাফে ওসি প্রদীপ ১০০-২০০ মানুষকে ক্রসফায়ার দিয়েছিলেন। বদি কোনো দিন জিজ্ঞেস করেননি। সে নিজেই ওসি প্রদীপেন সঙ্গে একাকার ছিলেন। সে শুধু পয়সা কামাতে ব্যস্ত, জনগণের উপকার করতে জানে না। আমি চার চার বার এমপি ছিলাম, মানুষের পক্ষেই কাজ করেছিলাম। ইয়াবার বদনামের কারণে আমরা ঢাকা- চট্টগ্রাম যেতে পারিনা। যে সাংসদ বদি জেলেদের জন্য কোনো কাজ করেনি। আজ চার পাঁচ বছর ধরে টেকনাফের জেলেরা নাফনদীতে মাছ ধরতে পারছে না। সে এমপি হয়ে কোনদিন প্রশাসনের সাথে বসে জেলেদের বিষয়ে সমাধানের জন্য কথা বলেনি।
বিক্ষোভ সমাবেশে কক্সবাজার জেলা – উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।