দেশে কোভিড রোগীর সংখ্যা সোমবার দুই লাখ ছাড়িয়ে গেছে৷ মহামারিকালে এটাই সবচেয়ে উঁচু সংখ্যা৷ যদিও বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন৷এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন৷ এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ দুই হাজার ২২৬ জন৷ উপসর্গহীন আক্রান্তরা অবশ্য এই হিসাবে আসেনি৷
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরুর পর জানুয়ারির শুরু থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে থাকে৷ গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে আট হাজার ৩৬১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬১ শতাংশের বেশি৷ এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি৷ শনাক্তের হারে ঊর্ধ্বগতির কারণে আগামী কয়েকদিনের মধ্যে মৃত্যু বাড়া আশঙ্কা করছেন বিশেজ্ঞরা ৷
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ডা. বেনজীর আহমেদ বলেন, সংক্রমণ পরিস্থিতি এর মধ্যেই ডেল্টা ভাইরাসের বিস্তারের কারণে গত বছরের জুলাই-আগস্টকে ছাড়িয়ে গেছে৷ এখন রোগী শনাক্তের হিসাবে প্রকৃত চিত্র আসছে না৷এমন করোনা পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর এবার সব ধরনের অফিসে জনবল অর্ধেক কমানোর নির্দেশ দিয়েছে৷