1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন হিরো আলম | JoyBD24
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন

দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন হিরো আলম

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি নতুন বছরের ১ ফেব্রুয়ারি বগুড়ায় ছেড়ে দেওয়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) ও ৬ (বগুড়া সদর)-এর শুন্য আসনে উপ-নির্বাচন হবে। আজ ৫ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন জেলা রির্টানিং অফিসে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। দুটি আসন থেকেই মনোনয়ন ফরম নেওয়ার পর তা দাখিল করেছেন ভাইরাল ব্যক্তিত্ব হিরো আলম।
বগুড়ার এই দুই আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন বগুড়া সদরে ১৩ জন ও কাহালু-নন্দীগ্রামে ৯ জন প্রার্থী।

এই দুই আসনে আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি , খেলাফত মজলিশ ও পরিবহণ সেক্টরের নেতাদের সাথে নির্বাচনি লড়াইয়ে নামতে ইউটিউবার খ্যাত আশরাফুল আলম ওরফে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়া সদর আসনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু দলের মনোনয়ন পেয়েছেন। এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন নরুল ইসলাম ওমর। সদর আসনে ৫জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম তানসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24