০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তেলের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট।

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • 27
জ্বালানি তেলের দাম বাড়িয়ে গত ৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে৷ বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানি হতে পারে আগামী রোববার৷

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন৷ ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে গত ৫ আগস্ট সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত করা হবে না এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহার বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে এই রিটে৷

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও উপ সচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির চেয়ারম্যানকে সেখানে বিবাদী করা হয়েছে৷

রিটে বলা হয়েছে, ‘যৌক্তির কারণ ছাড়াই অবৈধভাবে’ জ্বালানি তেলের মূল্য বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে. তাতে ‘আইনের লঙ্ঘন’ হয়েছে৷ আকস্মিক এই মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন ও পারিবারিক জীবন-যাপনে অস্থিতিশীলতা তৈরি করবে৷

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘‘রিট আবেদনটি আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে ৷ আগামী রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে৷’’

গত শুক্রবার রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে৷

তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে৷ পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা৷ আর অকটেনের দাম ৫১.৬৮% বাড়িয়ে প্রতি লিটার করা হয়েছে ১৩৫ টাকা৷ শনিবার প্রথম প্রহর থেকেই এই দাম কার্যকর করা হয়েছে৷

সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় তেল আমদানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে৷ এ অবস্থায় দেশের বাজারে দাম বাড়ানোর বিকল্প ছিল না৷

তবে তেলের দাম যে হারে বাড়ানো হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি অর্থনীতিবিদদের অনেকেও প্রশ্ন তুলেছেন৷ এভাবে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত অর্থনীতিতে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে বলেও কেউ কেউ হঁশিয়ার করেছেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তেলের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট।

Update Time : ০৯:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
জ্বালানি তেলের দাম বাড়িয়ে গত ৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে৷ বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানি হতে পারে আগামী রোববার৷

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন৷ ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে গত ৫ আগস্ট সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত করা হবে না এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহার বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে এই রিটে৷

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও উপ সচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির চেয়ারম্যানকে সেখানে বিবাদী করা হয়েছে৷

রিটে বলা হয়েছে, ‘যৌক্তির কারণ ছাড়াই অবৈধভাবে’ জ্বালানি তেলের মূল্য বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে. তাতে ‘আইনের লঙ্ঘন’ হয়েছে৷ আকস্মিক এই মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন ও পারিবারিক জীবন-যাপনে অস্থিতিশীলতা তৈরি করবে৷

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘‘রিট আবেদনটি আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে ৷ আগামী রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে৷’’

গত শুক্রবার রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে৷

তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে৷ পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা৷ আর অকটেনের দাম ৫১.৬৮% বাড়িয়ে প্রতি লিটার করা হয়েছে ১৩৫ টাকা৷ শনিবার প্রথম প্রহর থেকেই এই দাম কার্যকর করা হয়েছে৷

সরকারের তরফ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় তেল আমদানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে৷ এ অবস্থায় দেশের বাজারে দাম বাড়ানোর বিকল্প ছিল না৷

তবে তেলের দাম যে হারে বাড়ানো হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি অর্থনীতিবিদদের অনেকেও প্রশ্ন তুলেছেন৷ এভাবে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত অর্থনীতিতে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে বলেও কেউ কেউ হঁশিয়ার করেছেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)