1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
ডেনমার্কের কোপেনহেগেনে শপিং মলে বন্দুক হামলায় ৩ জন নিহত। | JoyBD24
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

ডেনমার্কের কোপেনহেগেনে শপিং মলে বন্দুক হামলায় ৩ জন নিহত।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
ছবি: রয়টার্স

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার শহরের কেন্দ্রস্থল ও বিমানবন্দরের মাঝামাঝি অবস্থিত ফিল্ডস শপিং মলে এই হামলা হয়। এর পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সব রাস্তা ও শহরের সাথে যুক্ত মেট্রো লাইন বন্ধ করে দেয়া হয়।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফেলেকসন রোববার রাতে দেয়া এক বিবৃতিতে বলেন, ডেনমার্ক একটি নির্দয় আক্রমণের শিকার হয়েছে। তিনি বলেছেন, রোববার রাতের নির্দয় আক্রমণে বেশ কয়েকজন নিহত হয়েছে। আরো বেশি আহত হয়েছে। নির্দোষ পরিবারগুলো কেনাকাটা করতে বা খেতে বাইরে বের হয়েছিল। সেখানে শিশু, কিশোর বয়সী ও প্রাপ্তবয়স্করা ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যুও দে ফাঁস সাইকেল রেসের প্রথম তিনটি পর্ব আয়োজনের মধ্য দিয়ে ডেনমার্ক একটি আনন্দময় সপ্তাহ পার করেছিল। কিন্তু শেষে এ রকম একটি হামলার ঘটনায় পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। এ প্রসঙ্গে পুলিশ প্রধান সোরেন থমাসেন জানান, এ ঘটনায় জড়িত ২২ বছর বয়সী এক ড্যানিশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে রাইফেল ও গোলাবারুদ ছিল। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। শপিং মলে এ হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

তবে এর পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24