ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ১০ প্রতিরক্ষামন্ত্রী!

নির্বাচনে জালিয়াতির দাবি প্রমাণে সামরিক বাহিনীকে ব্যবহার করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ১০ প্রতিরক্ষামন্ত্রী। এই পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে তারা বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র অসাংবিধানিক ভূখণ্ডে পরিণত হবে।
আগামী ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ট্রাম্পের সাংবিধানিক দায়িত্ব নিয়ে নিবন্ধে প্রশ্ন তুলেছেন তারা।
এদিকে, ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ৮০ বছর বয়সী এই নারী খুবই অল্প ভোটের ব্যবধানে প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হন।