1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত যেকার‌নে নিয়েছে রিয়াদ বাহিনী। | JoyBD24
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত যেকার‌নে নিয়েছে রিয়াদ বাহিনী।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ওমান একাদশের বিপক্ষে দুর্দান্ত খেলার পর দুটি প্রস্তুতি ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করে টাইগাররা। তবে হতাশাকে পেছনে ফেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনটা জয় দিয়েই শুরু করতে চায় টিম বাংলাদেশ। সেইলক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ বাহিনী।

স্থানীয় সময় রোববার (১৭ অক্টোবর) মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেল।

এদিকে, টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, পিচ দেখে মনে হচ্ছে এটা একটা ভালো উইকেট, প্রচুর রান আছে। তবে আমরা প্রথমে বোলিং করব, কারণ রাতে প্রচুর শিশির পড়ে এখানে।

অন্যদিকে, স্কটিশ অধিনায়ক কাইল কোয়েৎজার বলেন, আগে ব্যাটিং পেয়েও খুশি আমরা। আপনি যদি বোর্ডে অনেক রান তুলতে পারেন, তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবেন। যদিও শিশির একটা ফ্যাক্ট, তবে আমরা এটা ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হব।

বাংলাদেশ দল এদিন তিন পেসার ও দুই স্পিনার নিয়েই মাঠে নামছে। সেক্ষেত্রে পেসে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে মোহাম্মাদ সাইফুদ্দিন। এর স্পিনে সাকিবের সঙ্গী শেখ মাহেদী হাসান। আর ব্যাটিংয়ে লিটনের সঙ্গী হচ্ছেন ইনফর্ম সৌম্য সরকার।

স্কটল্যান্ড একাদশ:
কাইল কোয়েৎজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস (কিপার), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রীভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাড গম।

বাংলাদেশ একাদশ: 
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক, আফিফ হোসাইন, নুরুল হাসান (কিপার), মাহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে আশানুরুপ ফল নেই বাংলাদেশের। ১১৩ ম্যাচে অংশ নিয়ে ৪১ ম্যাচ জিতেছে এবং হেরেছে ৭০ ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

আর ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে জিতেছে মাত্র পাঁচটিতে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই এসেছে চারটি জয়। বলার মতো জয় বলতে বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচে জয়।

তবে এবার নতুন ইতিহাস লিখতেই আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন রিয়াদ বাহিনী। এবার জয়ের পাল্লা ভারী করতে চায় টিম বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24