বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ গত মঙ্গলবার রাতে (সোমবার দিবাগত রাত) আহসানিয়া ক্যান্সার হাসপাতালে ইনতিকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রা জীউন। মরহুমের নামাজের জানাজা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ইমামতি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জানাজা পূর্ব সংক্ষিপ্ত ভাষনে আমীরে জামায়াত বলেন, মরহুম অধ্যক্ষ এস এম সানাউল্লাহ আমৃত্যু ইসলামি কল্যাণ রাষ্ট্রের জন্য কঠোর পরিশ্রম করে গেছেন। তিনি অসুস্থ শরীর নিয়ে যেভাবে ইকামাতে দ্বীন কায়েমের জন্য নিবেদিত ছিলেন, তা আমাদের জন্য শিক্ষনীয়। তাঁর ইসলাম প্রেম আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে নিবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মানুষের মৃত্যুটা স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকাটা অস্বাভাবিক। যতক্ষন বেঁচে আছি, ততক্ষন যেন ঈমানের সাথে, আ’মলের সাথে বেঁচে থাকতে পারি সে জন্য মহান রাব্বুল আলামীনের নিকট ধরনা দিতে হবে এবং ইসলামের খেদমত করার তাওফিক কামনা করতে হবে। জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ মাওলানা মোঃ ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন ও এডভোকেট মোঃ মতিউর রহমান আখন্দ, ঢাকা মহানগর উত্তর আমীর মোঃ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডঃ মোঃ রেজাউল করিম, ঢাকা জেলা উত্তর আমীর মোঃ আফজাল হোসেন, শ্রমিক আন্দোলন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, গাজীপুর জেলা জামায়াতের আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি মোঃ খায়রুল হাসান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ যাইনুল আবেদীন, বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদ ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, শূরা ও কর্ম পরিষদ সদস্য বৃন্দ, থানা আমীরগন, থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য বৃন্দসহ হাজার হাজার মুসল্লী। মরহুমের জানাজায় পিন পতন নীরবতা নেমে আসে এবং কান্নার রোল পড়ে যায়। মরহুম ইনতিকালের সময় স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও হিতাকাঙ্ক্ষী রেখে গেছেন। সকাল সাড়ে ৯টায় গাজীপুর দক্ষিণ ছায়াবীথি সোসাইটি স্কুল মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা এবং বেলা ২ টায় কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের নিজের পৈতৃক ভিটা ফয়েজ মঞ্জিল তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। উল্লেখ, মরহুম অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ১৯৬৯ সালের ১৪ জুন গাজীপুরের কাপাসিয়ায় এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি গাজীপুর মহানগর হওয়ার পর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়ে নিখুঁত ভাবে আমৃত্যু দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর ছিলেন। তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর লিখা গান ও কবিতার বই ” একদিন তো চলেই যাবো ” মাত্র কিছু দিন আগে প্রকাশিত হয়েছে। অমায়িক ব্যবহার ও দূরদর্শিতায় সকলের নিকট পছন্দনীয় মানুষ হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি বেশ কিছু দিন থেকে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।তাঁর মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুকে গাজীপুর বাসীসহ দেশবাসী ইসলামের একজন নিবেদিত দাঈকে হারালো।
Leave a Reply