গত শনিবার রাতে জাপানের উত্তরপূর্ব এবং অন্যান্য অঞ্চল একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার প্রেক্ষাপটে পরবর্তী সাত দিনে আরও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনার ব্যাপারে সতর্ক মনোভাব ব্যক্ত করেছে জাপান সরকারের একটি কমিটি।
ফুকুশিমা জেলার উপকূলের অদূরে একটি ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক দিন পর রবিবার ভূমিকম্প গবেষণা কমিটি একটি অনিয়মিত বৈঠকে মিলিত হয়। এদিকে, মিইয়াগি জেলার ইশিনোমাকি বন্দরে ২০ সেন্টিমিটার উঁচু ৎসুনামি ঢেউ পরিলক্ষিত হয়েছে।
কমিটির ভাষ্যানুযায়ী, ২০১১ সালের মহাভূমিকম্পের পরাঘাতসমূহ কেন্দ্রীভূত থাকা এলাকাগুলোতে আরও শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে, যা ৎসুনামির ঝুঁকিও বয়ে নিয়ে আসতে পারে। কমিটি বলেছে, এই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দীর্ঘকাল অব্যাহত থাকতে পারে।
কমিটির প্রধান হিরাতা নাওশি বলেন, শনিবারের ভূমিকম্পটি যদি অপেক্ষাকৃত অগভীর স্থানে আরও উঁচু মাত্রায় আঘাত হানত, তবে আরও বড় আকারের ৎসুনামি হতে পারত।
তিনি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রতি শক্তিশালী ভূমিকম্প এবং ৎসুনামির জন্য পর্যাপ্তভাবে নিজেদের প্রস্তুত থাকা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, সপ্তাহান্তের এই ভূমিকম্প ফুকুশিমা এবং মিইয়াগি জেলায় মারাত্মক ঝাঁকুনির সৃষ্টি করে এবং কয়েকটি পৌরসভায় শূন্য থেকে সাত মাত্রার জাপানি স্কেল অনুযায়ী ৬ প্লাস মাত্রার তীব্র ভূকম্পন রেকর্ড করা হয়। ঐ এলাকাসমূহে পরাঘাত অব্যাহত রয়েছে। এছাড়া, দেড়শ’রও অধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।