০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • 46

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না এবং সম্ভবত তখন জাতিসংঘও টিকে থাকতে পারবে না।

আজ সোমবার জাপানের টোকিওতে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এই মন্তব্য করেন।

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে।

তিনি আরও বলেছেন,  কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেওয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এটি পরিস্কার যদি কেউ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো পারমাণবিক যুদ্ধ থাকবে না (যুদ্ধ করার মতো শক্তি থাকবে না)।

এদিকে গত সপ্তাহে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন পারমাণবিক অস্ত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো ইচ্ছা নেই।

তিনি জানিয়েছেন, বিশ্বে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছে। সেটি করেছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মানুষের ওপর আসলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩শ’ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি করে মার্কিন নারীর সঙ্গে প্রতারণা।

জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না

Update Time : ০৭:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না এবং সম্ভবত তখন জাতিসংঘও টিকে থাকতে পারবে না।

আজ সোমবার জাপানের টোকিওতে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এই মন্তব্য করেন।

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে।

তিনি আরও বলেছেন,  কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেওয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এটি পরিস্কার যদি কেউ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো পারমাণবিক যুদ্ধ থাকবে না (যুদ্ধ করার মতো শক্তি থাকবে না)।

এদিকে গত সপ্তাহে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন পারমাণবিক অস্ত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো ইচ্ছা নেই।

তিনি জানিয়েছেন, বিশ্বে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছে। সেটি করেছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মানুষের ওপর আসলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)