চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে গত সাত মাস পর মঙ্গলবার সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনার ডেল্টা ধরণের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বেইজিংয়ের করোনা নিয়ন্ত্রণের সাফল্য। দেশটির সরকারি সংবাদ মাধ্যম উহানে ভাইরাসটির আবির্ভাবের পর বতর্মান সংক্রমণকে সবচেয়ে মারাত্মক বলে বর্ণনা করেছে।
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জারি হচ্ছে লকডডাউন, বাড়ছে গণপরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার নতুন ১৪৩ জনের সংক্রমণের খবর জানিয়েছে। এর উল্লেখযোগ্য সংখ্যক শনাক্ত হয়েছে পূর্বাঞ্চলীয় ইয়াংঝু নগরী পরীক্ষা কেন্দ্রে। নতুন সংক্রমণের এ সংখ্যা জানুয়ারির পর সর্বোচ্চ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা করছেন।