চট্টগ্রাম শহরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট: ডাঃ শাহাদাত।

চট্টগ্রাম শহরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট: ডাঃ শাহাদাত।
আসন্ন ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির একমাত্র মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নগরীর আগ্রাবাদ চৌমুহনি এলাকায় নিজ দলের নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
আজকের গনসংযোগে বিএনপির মেয়র প্রার্থী বলেন, “চট্টগ্রাম শহরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। প্রতিটি ওয়ার্ডের ভেতরের সড়কগুলোর বেহাল অবস্থা। জোয়ারের পানিতেও তলিয়ে যায়।”
বিএনপি মেয়র প্রার্থী ডাঃ শাহদাত হোসেন সকাল ১১টায় নগরীর বাদামতলী থেকে শুরু করে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের দেওয়ানহাট মিস্ত্রি পাড়া এলাকাসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। গনসংযোগের বিভিন্ন পথসভায় তিনি সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।”
এসময় তিনি সংবাদিকদের সাথে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান। ডাঃ শাহাদাত বলেন, “চট্টগ্রাম শহরে পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। প্রতিটি ওয়ার্ডের ভেতরের সড়কগুলোর বেহাল অবস্থা। মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলব।”
চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে সমাধানকল্পে তাঁর পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান, “চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এখানে জলবদ্ধতা নিরসনে পরিকল্পনার অভাব রয়েছে। মেয়র নির্বাচিত হলে জলবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এজন্য নালা-নর্দমা, খাল ও নদী খনন করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।”
চট্টগ্রাম নগরীর দীর্ঘদিন অবহেলিত থাকার কারন হিসেবে বলেন, “মানুষের কল্যাণে কোনো কাজ করা হয়নি। উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরা শুধু পকেট ভারি করেছে। শিক্ষা, চিকিৎসাসেবা থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে। খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি। এতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বেশি সমস্যায় পড়েছেন।”
ডা. শাহাদাত বলেন, আগ্রাবাদ এলাকায় প্রধান সমস্যা মাদক ও সন্ত্রাস। এই সরকারের আমলে এখানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও চরম পর্যায়ে ঠেকেছে। মেয়র হলে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।” এসময় তিনি সবাইকে ধানের শীষের পক্ষে একজোট হয়ে কাজ করার জন্য আহবান করেন।