ঘুড়ি উৎসব কিংবা ঘুড়ি প্রতিযোগিতা বেশ পরিচিত ভারতীয়দের কাছে। বিভিন্ন উৎসব উপলক্ষে নাগরিকদের মাঝে এই প্রতিযোগিতা হয়ে থাকে। আর এই প্রতিযোগিতা মাঞ্জার ব্যবহার করায় বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভারতের দু’টি রাজ্যে মোটরসাইকেল আরোহী অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদেন বলা হয়, ভারতজুড়ে চলছে মকর সংক্রান্তি উৎসব। সেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর তাতেই বাড়ছে বিপদ। ঘুড়িতে চিনা মাঞ্জা ব্যবহার করার ফলে তা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ঘুড়ি উৎসবে মাঞ্জার ব্যবহারের ফলে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গুজরাটে চারজন এবং মধ্যপ্রদেশে একজন মাঞ্জার কারণে মারা গেছে। পাঁচজনই বাইকে ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের একজন কৃষক।
রোববার মোটরসাইকেল করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সাথে সাইকেলে যাওয়ার সময় মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর। ভাদোদরা জেলায় ২০ বছর বয়সি যুবক অঙ্কিত ভাসাভা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি ঘুড়ির মাঞ্জা তার ঘাড়ে জড়িয়ে যায় এবং কেটে যায়। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে মারা যান।
সুরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সি এক মহিলা স্বামীর সাথে বাইকে করে যাচ্ছিলেন। তখন তার স্বামীর গলায় মাঞ্জা জড়িয়ে যায়। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই বাইরে থেকে পড়ে যান। এর ফলে মাথায় গুরুতর আঘাতের কারণে মারা যান ওই মহিলা।