1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, থানায় মামলা | JoyBD24
রবিবার, ২১ মে ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, থানায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, থানায় মামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহকর্মীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ভিডিও ধারণ। এরপর থেকে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
আসামিরা হলো, উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো.মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২), তার ছোট ভাই নূর হোসেন (২৯) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।

সোমবার (৩ অক্টোবর) ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার অস্বচ্ছল ও গরীব হওয়ায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে রাশেদা আক্তার নামে একজনের বাড়িতে কাজে দেয়। কাজে যাওয়ার পর ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৯ ফেব্রুয়ারি ধর্ষণ করে ভিডিও ধারণ করে গৃহকত্রীর ভাই নুর আলম রাব্বি। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে আরো একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হওয়ার পর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24