সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। পাল্লা দিয়েছে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষায় সবাই শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতভাগ। এ ছাড়া করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, জেলায় এখন পর্যন্ত মোট দুই হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কঠোর লকডাউন চলছে। তবে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না।