1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
খাবারের অভাবে স্কুলে যাচ্ছে না শ্রীলঙ্কার শিশুরা | JoyBD24
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন

খাবারের অভাবে স্কুলে যাচ্ছে না শ্রীলঙ্কার শিশুরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ভয়াবহ আর্থিক সংকটের মুখে শ্রীলঙ্কা। ক্ষুধা ও দারিদ্রের কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কার শিশুরা। কিছু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, খাবার না থাকলে বাচ্চাদের স্কুলে পাঠানোর দরকার নেই।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কার মানুষের চাকরি গেছে, ব্যবসাও দিনকে দিন খারাপ হচ্ছে।

খাবার, ওষুধ, জ্বালানি কেনার পয়সা নেই বহু পরিবারের। বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য। তাই বিদেশ থেকে শস্যদানা আমদানি করা যাচ্ছে না।

এসব কারণে খাদ্যসংকট দেখা দিয়েছে  শ্রীলঙ্কায়। আর খাদ্যসংকটের কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, যার প্রভাব পড়েছে শিশুদের ওপর।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার খাদ্য পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনে বলেছে, দেশটির ৩৬ শতাংশ পরিবার খাদ্যসংকটে ভুগছে।

অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, শ্রীলঙ্কায় ৫৬ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

বর্তমানে শ্রীলঙ্কায় খাদ্যসংকটের কারণে কী পরিমাণ শিশু স্কুলে যাওয়া বন্ধ করেছে, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই।

তবে গত বছরের জুনে জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছিল, যেসব স্কুলে খাবার সরবরাহ করা হয় না, সেসব স্কুলে শিশুদের ঝরে পড়ার হার বেশি।

ইউনিসেফের মুখপাত্র জানান, কিছু এলাকায় স্কুলে বাচ্চাদের যাওয়ার হার কমে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ শতাংশে।

স্কুলে শিক্ষার্থী কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার শিক্ষাবিদেরা। তবে শ্রীলঙ্কার স্কুলশিক্ষকেরা বলছেন, শুধু খাদ্যসংকটের কারণেই শিশুরা স্কুল ছাড়ছে, তা নয়। বরং এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ পরিবহন খরচ, স্টেশনারির দাম বেড়ে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামছাড়া, জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24