০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 19

খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবি’র অভিযানে প্রায় খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৪০, বিজিবি‘র পলাশপুর জোনের অধীনস্থ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চালিতাছড়া বিওপির আওতাধীন শিশুকবাড়ী মেইন রোড নামক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ী আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের হাবিলদার মো. নজরুল ইসলাম‘র নেতৃত্বে বিজিবি‘র একটি বিশেষ টহল দল শিশুকবাড়ী মেইন রোড নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবি‘র উপস্থিতিটের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল ঘটনাস্থল হতে বস্তাভর্তি ২১৭ পিস ভারতীয় শাড়ী ও ৭২পিস লেহেঙ্গা উদ্ধার করে। সিজার মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫’শ টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন কমান্ডার লে.কর্নেল সোহেল আহমেদ চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, উদ্বার হওয়া ভারতীয় শাড়ী সীতাকুণ্ড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার

Update Time : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবি’র অভিযানে প্রায় খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা উদ্ধার হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৪০, বিজিবি‘র পলাশপুর জোনের অধীনস্থ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চালিতাছড়া বিওপির আওতাধীন শিশুকবাড়ী মেইন রোড নামক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ী আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের হাবিলদার মো. নজরুল ইসলাম‘র নেতৃত্বে বিজিবি‘র একটি বিশেষ টহল দল শিশুকবাড়ী মেইন রোড নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবি‘র উপস্থিতিটের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি টহল দল ঘটনাস্থল হতে বস্তাভর্তি ২১৭ পিস ভারতীয় শাড়ী ও ৭২পিস লেহেঙ্গা উদ্ধার করে। সিজার মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫’শ টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন কমান্ডার লে.কর্নেল সোহেল আহমেদ চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বলেন, উদ্বার হওয়া ভারতীয় শাড়ী সীতাকুণ্ড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।