০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে ২ দিনের ব্যবধানে আবারো ভেসে এলো ২ টি মৃত ডলফিন॥

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • 40

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ  কুয়াকাটা সৈকতে ২ দিনের ব্যবধানে আবারো ভেসে এলো ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের ২টি মৃত ডলফিন।

সোমবার দুপুরের দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি
ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে ২ টি ডলফিনকেই মাটিচাপা দিয়ে দেয়া হয়।

স্থানীয়রা এ প্রতিনিধিকে জানায়, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগেও ২ দিন আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিন ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে। মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত
ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা হবে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার সোহরাব হোসেন সাংবাদিকদের
বলেন, স্থানীয় লোকজন ও ট্যুরিষ্ট পুলিশের লোকজন ডলফিন দুটিকে মাটিচাপা দিয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন ২ টিকে
পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩শ’ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি করে মার্কিন নারীর সঙ্গে প্রতারণা।

কুয়াকাটা সৈকতে ২ দিনের ব্যবধানে আবারো ভেসে এলো ২ টি মৃত ডলফিন॥

Update Time : ০৫:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ  কুয়াকাটা সৈকতে ২ দিনের ব্যবধানে আবারো ভেসে এলো ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের ২টি মৃত ডলফিন।

সোমবার দুপুরের দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি
ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে ২ টি ডলফিনকেই মাটিচাপা দিয়ে দেয়া হয়।

স্থানীয়রা এ প্রতিনিধিকে জানায়, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগেও ২ দিন আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিন ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে। মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত
ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা হবে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার সোহরাব হোসেন সাংবাদিকদের
বলেন, স্থানীয় লোকজন ও ট্যুরিষ্ট পুলিশের লোকজন ডলফিন দুটিকে মাটিচাপা দিয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গনমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন ২ টিকে
পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।