১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • 29

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিল দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা।

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। এরপর থেকে ২৯ মার্চ প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরাইলিরা।তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের পতাকা হাতে মিছিল বের করে। এ বছরও পতাকা মিছিল বের করে তারা। ফলে প্রতিবারের মতো এবারো ফিলিস্তিনিরা এই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে করে সংঘর্ষ বেধে যায়। গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি ফিলিস্তিনের ওপর মরিচের গুড়া ছুড়ে মারে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় ৫০ বছর বয়সী এক নারীর ওপর হামলা করছেন একজন ইসরাইলি যুবক। এরপর ওই নারীর চোখে মরিচের গুড়া ছুড়ে দেওয়া হয়। আর এরপরই সেখানে উপস্থিত অন্যান্য ফিলিস্তিনিরা ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেন। অপর একজন যুবক সেই ইসরাইলি যুবকের ওপর চড়াও হন। এরপর সেখানে থাকা সকল ইসরাইলিকে দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা। এক পর্যায়ে ইসরাইলি ইহুদিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আরেকবার ইসরাইলিরা তার ওপর আবারও মরিচের গুড়া ছুড়ে মারে। ওই সময় একজন উগ্রপন্থী ইসরাইলি ফিলিস্তিনিদের দিকে অস্ত্র উঁঁচিয়ে ধরেন। কিন্তু একজন পুলিশ তাকে নিবৃত্ত করেন। যদিও ওই ইসরাইলিকে আটক করেনি পুলিশ। এদিকে, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর প্রতিশোধ নেওয়ার হুমকিকে উপেক্ষা করে জেরুজালেমের ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে পূর্বঘোষিত পতাকা মিছিল করেছে হাজার হাজার ইসরাইলি জাতীয়তাবাদী। রোববারের এ মিছিলে তারা ‘আরবদের জন্য মৃত্যু’ স্লােগান দেয়। খবর রয়টার্সের। ১৯৬৭ সালের আরবযুদ্ধে পূর্ব জেরুজালেম দখল উপলক্ষ্যে ইসরাইলের জেরুজালেম দিবসে প্রতি বছর এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিরা এর বিরোধিতা করলেও ইসরাইল পুরো জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দাবি করে। অতীতে ইসরাইলের জেরুজালেম দিবস উপলক্ষ্যে বার্ষিক এ কুচকাওয়াজটি করা হলেও বর্তমানে তা ক্রমবর্ধমানভাবে ইহুদি জাতীয়তাবাদীদের শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। জেরুজালেমের ওল্ড সিটিতে একটি বিশাল ফিলিস্তিনি জনগোষ্ঠি বসবাস করলেও শহরটিতে তাদের প্রভাব বিস্তার করতে চায় ইহুদি জাতীয়তাবাদীরা। এ পতাকা মিছিলের জেরে সেখানে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও কট্টর ইহুদিদের নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন অনেকেই। মিডল ইস্ট আই, রয়টার্স, আল-জাজিরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Update Time : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

ইসরাইলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। এরপর থেকে ২৯ মার্চ প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরাইলিরা।তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণ ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের পতাকা হাতে মিছিল বের করে। এ বছরও পতাকা মিছিল বের করে তারা। ফলে প্রতিবারের মতো এবারো ফিলিস্তিনিরা এই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে করে সংঘর্ষ বেধে যায়। গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি ফিলিস্তিনের ওপর মরিচের গুড়া ছুড়ে মারে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় ৫০ বছর বয়সী এক নারীর ওপর হামলা করছেন একজন ইসরাইলি যুবক। এরপর ওই নারীর চোখে মরিচের গুড়া ছুড়ে দেওয়া হয়। আর এরপরই সেখানে উপস্থিত অন্যান্য ফিলিস্তিনিরা ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেন। অপর একজন যুবক সেই ইসরাইলি যুবকের ওপর চড়াও হন। এরপর সেখানে থাকা সকল ইসরাইলিকে দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা। এক পর্যায়ে ইসরাইলি ইহুদিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আরেকবার ইসরাইলিরা তার ওপর আবারও মরিচের গুড়া ছুড়ে মারে। ওই সময় একজন উগ্রপন্থী ইসরাইলি ফিলিস্তিনিদের দিকে অস্ত্র উঁঁচিয়ে ধরেন। কিন্তু একজন পুলিশ তাকে নিবৃত্ত করেন। যদিও ওই ইসরাইলিকে আটক করেনি পুলিশ। এদিকে, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর প্রতিশোধ নেওয়ার হুমকিকে উপেক্ষা করে জেরুজালেমের ওল্ড সিটির মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে পূর্বঘোষিত পতাকা মিছিল করেছে হাজার হাজার ইসরাইলি জাতীয়তাবাদী। রোববারের এ মিছিলে তারা ‘আরবদের জন্য মৃত্যু’ স্লােগান দেয়। খবর রয়টার্সের। ১৯৬৭ সালের আরবযুদ্ধে পূর্ব জেরুজালেম দখল উপলক্ষ্যে ইসরাইলের জেরুজালেম দিবসে প্রতি বছর এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিরা এর বিরোধিতা করলেও ইসরাইল পুরো জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দাবি করে। অতীতে ইসরাইলের জেরুজালেম দিবস উপলক্ষ্যে বার্ষিক এ কুচকাওয়াজটি করা হলেও বর্তমানে তা ক্রমবর্ধমানভাবে ইহুদি জাতীয়তাবাদীদের শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে। জেরুজালেমের ওল্ড সিটিতে একটি বিশাল ফিলিস্তিনি জনগোষ্ঠি বসবাস করলেও শহরটিতে তাদের প্রভাব বিস্তার করতে চায় ইহুদি জাতীয়তাবাদীরা। এ পতাকা মিছিলের জেরে সেখানে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও কট্টর ইহুদিদের নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন অনেকেই। মিডল ইস্ট আই, রয়টার্স, আল-জাজিরা।