ইপিএল ফুটবল নাইটে জয় পেয়েছে এভারটন।

ইপিএল ফুটবল নাইটে জয় পেয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
শেফিল্ডের ঘরের মাঠে ম্যাচের শুরু আক্রমন পাল্টা আক্রমন দিয়ে, সুবিধা করতে পারছিলোনা
কোন দলই। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের নিজেদের রক্ষণে আটকে ডি বক্সে হানা দিয়েও কাজের কাজ করতে পারছিলোনা কেউই।
অবশেষে ৮০ মিনিটে সেই দৌড়ে সফল গেস্টরা। মিড ফিল্ডার সিগিউরসনের পা থেকেই আসে এভারটনের জয় সূচক গোল।
এরপর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ শেফিল্ড ইউনাইটেড। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পরেই আছে গুডিসন পার্কের ক্লাবটা।