1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
ইউরো কাপ ম্যাচ দেখ‌তে এসে ২ হাজার ক‌রোনায় আক্রান্ত। | JoyBD24
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ড. ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন’: প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী বিদেশে থাকা নাগরিকদের জন্যে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে উত্তর কোরিয়া। দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে: ওবায়দুল কাদের। ব্রিকস সম্মেলন শেষে আজ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে পানি জমতে না দেওয়া নাগরিক দায়িত্ব : মেয়র তাপস। রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে ফিরে যাওয়া নিরাপদ নয়: মার্কিন রাষ্ট্রদূত। বাবাকে কুপিয়ে হত্যা করলো নিজ মেয়ে। যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক বৃদ্ধ। এনবিআর নারী কর্মকর্তাকে অপহরণের পেছনে সাবেক স্বামী।

ইউরো কাপ ম্যাচ দেখ‌তে এসে ২ হাজার ক‌রোনায় আক্রান্ত।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: সোমবার, ৫ জুলাই, ২০২১

ইউরো কাপের ফুটবল ম্যাচ দেখার সঙ্গে স্কটল্যান্ডে প্রায় দুই হাজার কোভিড কেসের সম্পর্ক রয়েছে। স্কটোল্যান্ডের জনস্বাস্থ্য অধিদফতর (পিএইচএস) দাবি করছে, এই দুই হাজার কোভিড কেসের মধ্যে দুই-তৃতীয়াংশ লন্ডনে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের ম্যাচ দেখতে গিয়েছিলেন। এরমধ্যে ৩৯৭ জন ফুটবল ভক্ত ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়েছিলেন।

পিএইচএস-এর একটি প্রতিবেদনে বলা হয়, ফুটবল ম্যাচের সঙ্গে ১ হাজার ৯৯১ কোভিড কেসের সম্পর্ক রয়েছে। এরমধ্যে ৫৫টি কোভিড কেস গ্লাসগোর ফ্যানজোনের সঙ্গে জড়িত। তাছাড়া হাম্পডেন পার্কের স্কটল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের সঙ্গে ৩৮টি এবং স্কটল্যান্ড বনাম চেক রিপাবলিকের ম্যাচের সঙ্গে ৩৭টি কেসের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এছাড়াও পাব কিংবা হাউজ পার্টিতে খেলা দেখতে যাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কেসগুলোও এই হিসাবে আনা হয়।

আক্রান্তদের তিন-চতুর্থাংশই অর্থাৎ ১৪৭০ জনই ২০ থেকে ৩৯ বছর বয়সী। আর এই সংখ্যার প্রতি ১০ জনের ৯ জনই পুরুষ।

পিএইচএসের ওই রিপোর্টে বলা হয়েছে, চলমান ইউরোতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।

কোভিড বিধি-নিষেধের কারণে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২ হাজার ৬০০ টিকিট বরাদ্দ ছিল। অথচ এরমধ্যেও প্রায় দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে এসব ম্যাচ দেখতে কয়েক হাজার ভক্ত ও সমর্থক টিকিট পাবেন না জেনেও লন্ডনে সফর করেছেন। আর এটাই চরম বিপদ ডেকে এনেছে। ম্যাচের আগে সমর্থকরা বড় বড় দলে কেন্দ্রীয় লন্ডনে জড়ো হয়েছেন।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, আক্রান্ত ১ হাজার ৯৯১ জনের মধ্যে ১ হাজার ২৯৪ জনই লন্ডনে সফর করেছেন।

গত ১১ জুন ইউরো ২০২০ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত স্কটল্যান্ডে ৩২ হাজারের বেশি মানুষের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে, যা বেশ উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24