1. [email protected] : নিজস্ব প্রতিবেদক :
  2. [email protected] : rahad :
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা (এসবিইউ) প্রধান এবং শীর্ষ কৌঁসুলি বরখাস্ত | JoyBD24
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন

ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা (এসবিইউ) প্রধান এবং শীর্ষ কৌঁসুলি বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা (এসবিইউ) প্রধান এবং শীর্ষ কৌঁসুলিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রভাবশালী এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশদ্রোহের একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, রাশিয়া-অধিকৃত অঞ্চলগুলোতে ইউক্রেইনের বিরুদ্ধে এখন সাবেক ৬০ জনেরও বেশি কর্মচারি কাজ করছে।

আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি দেশদ্রোহ এবং শত্রুদের সঙ্গে যোগসাজশের মামলা খোলা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- ইভান বাকানভ এবং ইরায়না ভেনেদিকতোভা। তারা এখনও প্রেসিডেন্ট জেলেনস্কির আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

গত রোববার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, “দেশের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলের বিরুদ্ধে একের পর এক এই ধরনের অপরাধ দুটি সংস্থার প্রধানকে নিয়ে অত্যন্ত গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিটি প্রশ্নের সমুচিত জবাব দেওয়া হবে।”

এরপর ইউক্রেইনের আন্দ্রেই স্মিরনভ টিভিতে জেলেনস্কির এক শীর্ষ উপদেষ্টা বিষয়টি পরিষ্কার করে জানান, দুই শীর্র্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়নি বরং তদন্তের স্বার্থে আপাতত অপসারণ করা হয়েছে।

বিবিসি জানায়, বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানভ জেলেনস্কির ছোটবেলার বন্ধু।এর আগে ক্রাইমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকেও দেশদ্রোহের অভিযোগে সন্দেহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2012 joybd24
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Joybd24