০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে বিস্ফোরণ, তা‌লেবানপন্থী ঈমাম সহ ১৮ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • 18

আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের ঘটনায় তালেবানপন্থী একজন উচ্চপদস্থ ধর্মগুরুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। 

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তালেবানপন্থী ইমাম মুজিব রহমান আনসারী তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণে তিনি নিহত হন। তবে বিস্ফোরণে মোট কতজন হতাহত হয়েছেন তা জানাননি ওই মুখপাত্র।

এদিকে মেডিক্যাল সূত্রে বরাত দিয়ে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে ব্লমবার্গের খবরে বলা হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

চলতি বছরের জুনের শেষ দিকে মুজিব রহমান আনসারী আলেম ও প্রবীণদের একটি বিশাল সমাবেশে তালেবানের রক্ষায় জোরালোভাবে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে তাদের বিরুদ্ধে দাঁড়ানো লোকদের নিন্দা করেছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আফগানিস্তানে বিস্ফোরণ, তা‌লেবানপন্থী ঈমাম সহ ১৮ জন নিহত

Update Time : ০৬:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের ঘটনায় তালেবানপন্থী একজন উচ্চপদস্থ ধর্মগুরুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। 

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তালেবানপন্থী ইমাম মুজিব রহমান আনসারী তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণে তিনি নিহত হন। তবে বিস্ফোরণে মোট কতজন হতাহত হয়েছেন তা জানাননি ওই মুখপাত্র।

এদিকে মেডিক্যাল সূত্রে বরাত দিয়ে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে ব্লমবার্গের খবরে বলা হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

চলতি বছরের জুনের শেষ দিকে মুজিব রহমান আনসারী আলেম ও প্রবীণদের একটি বিশাল সমাবেশে তালেবানের রক্ষায় জোরালোভাবে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে তাদের বিরুদ্ধে দাঁড়ানো লোকদের নিন্দা করেছিলেন।