JoyBD24.ComLogin Sign Up

আজকের ধাঁধা : ২৯ সেপ্টেম্বর, ২০১৬

In ধাঁধা - 2016-09-29 07:11 pm - Views : 400
আজকের ধাঁধা : ২৯ সেপ্টেম্বর, ২০১৬

• ধাঁধা :
১. ‘গঙ্গার ওপরে কাঠের পুল
তার ওপর ব্রহ্মার বাসা
কেউ খায় কেউ নেয়,
কেউ করে আশা।’

২. ‘গাছ হতে পড়ল লোটা,
লোটার মুখে তিনটি ফোঁটা।
ফোঁটা তিনটি তুলে ফেলে,
মজা লাগে তখন খেলে।’

৩. ‘গাছ নাই আছে পাতা,
মুখ নাই বলে কথা।
বলতে না

পারলে
খাও আমার মাথা।’

৪. ‘গাই বিয়ালো হাড়,
হাড় বিয়ালো বাছুর।
গাইয়ের বাটে দুধ নাই,
পিছে ঘোরে বাছুর।’

• উত্তর :
১. হুঁকো
২. তাল
৩. বই
৪. মুরগির বাচ্চা

Googleplus Pint
Joy Malo
Posts 206
Post Views 182,534